সহীহুল বুখারী ৪র্থ খণ্ড pdf download, তাওহীদ পাবলিকেশন্স sohihul bukhari 4th pdf |
সহীহুল বুখারী ৪র্থ খণ্ড pdfলেখক : আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমা‘ঈল আল বুখারী (রহঃ)প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্সবিষয় : আল হাদিসফরম্যাট: পিডিএফপৃষ্ঠা: ৭২৫ভাষা: বাংলা {alertSuccess}
৪৬৭৩. ‘আবদুল্লাহ ইবনু কা'ব ইবনু মালিক (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি কা'ব ইবনু মালিক (রঃ) কে বলতে শুনেছি, তিনি যখন তাবুকের যুদ্ধে পিছনে রয়ে গেলেন, আল্লাহ্র কসম! তখন আল্লাহ আমাকে এমন এক নিয়ামত দান করেন যে মুসলিম হওয়ার পর থেকে এ পর্যন্ত এত বড় নিয়ামত পাইনি। তা হল রসূলুল্লাহ (সাঃ)-এর কাছে সত্য কথা প্রকাশ করা। আমি তাঁর কাছে মিথ্যা বলিনি। যদি মিথ্যা বলতাম, তবে অন্যান্য (মুনাফিক ও) মিথ্যাচারী যেভাবে ধ্বংস হয়েছে, আমিও সেভাবে ধ্বংস হয়ে যেতাম। যে সময় ওয়াহী অবতীর্ণ হল- “তারা তোমাদের সামনে কসম করবে যাতে তোমরা তাদের প্রতি রাজি হও। যদি তোমরা তাদের প্রতি রাজি হয়ে যাও তবুও আল্লাহ এসব ফাসিক লোকদের প্রতি রাজি হবেন না" (সূরাহ বারাআত ৯/৯৬)। [২৭৫৭] (আ.প্র, ৪৩১২, ই.ফা. 8313 )
সহীহুল বুখারী ৪র্থ খণ্ড pdf download করতে নিচে ডাউনলোড বাটন ক্লিক করুন।