আধার রাতের মুসাফির pdf download নাসিম হেযাজী - book adhar rater musafir pdf |
- আঁধার রাতের মুসাফির
- মূল: নসীম হিজাযী
- অনুবাদ : আবদুল হক
- সম্পাদনা: আসাদ বিন হাফিজ
- প্রকাশক: প্রীতি প্রকাশন,
একটু পড়ুন
আসমা। তাকে কোলে তুলে নিল সালমান ।
: 'চাচাজান,' কেঁদে কেঁদে বলল ও 'মনসুর কোথায়।”
: বেটি, ও ঘুমিয়ে আছে।'
বদরিয়ার দিকে তাকাল সালমান।
: আপনি কি জানেন আমাদের ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে?'
মাথা দোলাল ও
: 'জাহাজে পা দিতেই ওসমান সব কথা আমায় বলেছে।
কতক্ষণ নীরব হয়ে রইল ওরা। ওদের অশ্রুভেজা আঁখিগুলো দক্ষিণের পাহাড়ের
ভাঁজে ভাঁজে কি যেন খুঁজে ফিরছিল।
ওসমান এসে বললঃ 'জনাব, একজন মহিলা আপনাকে স্মরণ করছেন। কি এক
জরুরী পয়গাম নিয়ে এসেছেন তিনি।' বদরিয়া বললঃ 'সম্ভবত খালেদা চাচী । একটু দাঁড়ান, আমিও আপনার সাথে
: 'খালেদা চাচী?'
: 'ইউসুফ কাকার স্ত্রী।
জাহাজের এক কেবিনে ঢুকল ওরা। একজন মহিলা বসেছিলেন তাদের অপেক্ষায়। ঃ 'তিনি তাকিদ করে বলেছেন চিঠিটা আপনার হাতে দিতে। এই নিন চিঠি।'
মহিলা বললেন।
চিঠির খাম ছিড়ে পড়তে লাগল সালমান।
বন্ধু !
আমার লিখা আপনার হাতে পৌঁছার পূর্বেই আবু আবদুল্লাহ ফার্ডিনেন্ডের জন্য খুলে দেবে গ্রানাডার দুয়ার। এরপর থাকবে না আমাদের নিজস্ব কোন জন্মভূমি। গ্রানাডার অলিগলিতে মাতম তুলবে গ্রানাডাবাসী। বুজর্গানে দ্বীনের অশ্রুতে ভিজে যাবে শাদা দাড়ি। মেয়েরা টেনে টেনে ছিঁড়বে নিজের চুল।
আমি দেখেছি, ঝড় আসার আগেই থেমে যায় পাখীর কাকলী। আজ গ্রানাডার অবস্থাও তাই। সেন্টাফের পথ খুলে দেয়ায় যারা আনন্দে শ্লোগান তুলেছিল, ওরাও স্তব্ধ, নিঝুম, বেদনা ভরাক্রান্ত। গ্রানাডার প্রতিটি লোক পরস্পরকে জিজ্ঞেস করছে-কি হবে এখন?
শেষ কাফেলার সাথে বেরিয়ে পড়ব আমিও। সে হৃদয় বিদারক দৃশ্য আমি দেখতে পারব না, যা ভাবলে আমার দীল কেঁপে উঠে। আপনার সাথে যারা যাচ্ছে, জানি না কদ্দুর সফল হবে তারা। কিন্তু আজ অথবা পরে ফিরে এলেও কোন লাভ ওদের হবে না। আজ গ্রানাডা আর আমাদের নেই। গ্রানাডা আমরা হারিয়েছি চিরদিনের জন্য। এর পর আমাদের আশা-আকাংক্ষা মিশে যাবে পাহাড়ী কবিলাগুলোর সাথে।
আঁধার রাতের মুসাফির pdf টি ডাউনলোড করতে নিচে ডাউনলোড বাটন ক্লিক করুন।