একটু পড়ুন:
প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সকল দোষত্রুটি থেকে পবিত্র। আমাদের দুরবস্থার জন্য আমাদের কর্মই দায়ী। আমরাই গুনাহ এবং অবাধ্যতার পথ বেছে নিয়ে অনিবার্য আজাবের উপযুক্ত হয়েছি। তিনি বিধান করে দিয়েছেন, রাসূলের ইত্তেবা-অনুসরণ-অনুকরণ করলে আমরা তাঁর ভালোবাসা এবং মর্যাদা লাভ করব? আর রাসূলকে ছেড়ে কুফফার গোষ্ঠীর অনুকরণ করলে অপমানিত এবং লাঞ্ছিত হব। আমরা তো কুফফার গোষ্ঠীর সাথে কদমে কদম মিলিয়ে গুইসাপের গর্তেও যেতে প্রস্তুত।” “বাই চয়েস' আমরা বিধানে পড়ে গেছি, কাফিরদের অনুকরণকে বেছে নিয়ে লাঞ্ছনাকে বরণ করেছি। আমরাই জুলুম করেছি নিজেদের ওপর, দীনের ওপর, নবীজীর শিক্ষা ও সুন্নাতের ওপর, এজন্যই আজ চারদিকে অপমানের সুর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমীন।
আল্লাহ তাঁকে পাঠালেন সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে। মুসলিম-অমুসলিম সকলের জন্য রহমত হিসেবে। কাফির-মুশরিক-যিন্দীকরা তো তাঁর ওপর জুলুম করলোই, এমনকি আমরা মুমিনরাও কম করলাম না। তাঁর চরিত্র হনন করে পশ্চিমারা যে পরিমাণ বইপত্র রচনা করেছে, এত বেশি রচনা বোধহয় অন্য টপিকে নেই।" আর আমরা সুন্নাত হনন করে আধুনিক সেজে যে পরিমাণ আত্মতৃপ্তি পেয়েছি, এতটা বোধহয় অন্য কিছুতে পাইনি। আরও পিডিএফ মধ্যে
১ (হে নবী) আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমার অনুকরণ কোরো। তা হলে আল্লাহও তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। [সূরা আলে ইমরান, ৩:৩১]
২. আবু সা'ঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন: নিশ্চয় তোমরা তোমাদের পূর্ববর্তীদের আচার-আচরণকে বিশ্বতে বিঘতে, হাতে হাতে অনুকরণ করবে। এমনকি তারা যদি গুইসাপের গর্তেও প্রবেশ করে থাকে, তাহলে তোমরাও এতে তাদের অনুকরণ করবে। আমরা বললাম, হে আল্লাহ্র রাসূল! এরা কি ইয়াহুদী ও নাসারা? তিনি বললেনঃ আর কারা? [বুখারী ৭৩২০; মুসলিম ২৬৬৯ (iHadis)]
৩. ১৮০০-১৯৫০ সালের মধ্যে ইউরোপীয়রা নিকটপ্রাচ্য নিয়ে ৬০,০০০ গ্রন্থ রচনা করে (ওরিয়েন্টালিজম, এডওয়ার্ড সাঈদ)। আর মধ্যপ্রাচ্য ও মুসলিম আফ্রিকা নিয়ে এই সংখ্যা ছিল লাখেরও অধিক (আল-ইস্তিশরাক, হাসান জামানী)।
এই বইটা লেখা শুরু করেছিলাম 'ডাবল স্ট্যান্ডার্ড'-এরও আগে। আগের মতো এটাতেও সবার জন্যই খোরাক রয়েছে ইন শা আল্লাহ। জাস্ট একটু ভাবাতে চাই, মুসলিম-অমুসলিম, বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে। কী ভাবলেন তা মুখ্য নয়, - শুধু একটু ভাবাতে পারলেই চলে। যা ইচ্ছা ভাবেন। শুরুতেই সম্পাদকদ্বয়কে শত ব্যস্ততার মাঝেও সময় দেবার জন্য আল্লাহ জাল্লা শানহু তাঁর শান মোতাবেক তাদেরকে বদলা দিন। আরও অন্তর থেকে দুআ প্রিয় সহকর্মী ডা. শামীম রেজা-র জন্য, শুরু থেকেই যাঁর প্রত্যক্ষ নির্দেশনায় কাজ এগিয়েছে, একটু একটু করে লিখে যাচাই করে নিয়েছি আমার উপলব্ধির শুদ্ধাশুদ্ধি। বন্ধুপ্রতিম সহকর্মীর '২০০৮ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে ১ম হওয়া' মগজটির উপর আমার আস্থা ছিল আমার নিজের চেয়ে বেশি।
বই লেখায় আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি iHadis অ্যাপটি থেকে। এর সুবাদে বিভিন্ন হাদিসের অনুবাদ এবং তথ্যসূত্র সংগ্রহ আমার জন্য সহজ হয়েছে, আপনাদেরও খুঁজে পেতে সহজ হবে। তবে অ্যাপটিতে শায়খ আলবানী রহ.'র তাহকীকের সাথে সাথে পূর্ববর্তী মুহাক্কিকগণের তাহকীকগুলো সংযুক্ত করে দেওয়া হলে এর উপকারিতা আরও ব্যাপক এবং বিস্তৃত হত। অ্যাপটির কলাকুশলীগণের জন্য আন্তরিক শুভকামনা এবং এগিয়ে যাবার দুআ রইল। আর একটি গ্রন্থের কৃতজ্ঞতা স্বীকার না করলে আমাদের ভূমিকা পূর্ণতা পাবে না। কিতাবটি হলো খ্যাতনামা প্রকাশনী মাকতাবাতুল বায়ান প্রকাশিত এবং শ্রদ্ধেয় জিয়াউর রহমান মুন্সী অনূদিত “সীরাতুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম"। গ্রন্থটিতে নবীজীবনের সহীহ সনদে প্রাপ্ত ঘটনাগুলো খুব সুন্দরভাবে সন্নিবেশিত হয়েছে। গ্রন্থটি আমার খুবই কাজে এসেছে। আল্লাহ এই গ্রন্থের লেখক, অনুবাদক ও প্রকাশককে কবুল করুন এবং দীনের খেদমতে বেশি থেকে বেশি নিবেদিত থাকার তাওফিক দান করুন। আমীন।
কষ্টিপাথর pdf download করতে নিচে ডাউনলোড বাটন ক্লিক করুন।