নবুওতে মুহাম্মদী pdf download, আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহিল কাফি, nobuote muhammadi pdf download |
একটু পড়ুন:
একটি ভ্রান্তির অপনোদন রসূলুল্লাহ (সা:) বিশ্ববাসীর অনুসরণের জন্য যে সামাজিক ও ব্যক্তিগত জীবনব্যবস্থা বহন করিয়া আনিয়াছিলেন এবং তিনি স্বীয় জীবদ্দশায় তাহার পবিত্র জীবনাদর্শ এবং মদীনায় স্থাপিত ইসলামী নবরাষ্ট্রের ভিতর দিয়া যাহা রূপায়িত করিয়াছিলেন, সেই ইস্লামী শরীয়তের প্রভাব হইতে মুক্তিলাভ করার বাসনায় এবং সস্তা উদারতার ডিগ্রী লাভ করার উদ্দেশ্যে একদল লোক কুরআন হইতে কতকগুলি আয়াত বাছিয়া বাহির করিয়া প্রমাণিত করিতে সচেষ্ট হইয়াছেন যে, আধ্যাত্মিক মুক্তিলাভ করার জন্য হযরত মোহাম্মদ মুস্তফা আলায়হিস্সালাতো ওয়াস্সালামের রিসালতকে মান্য করিয়া লওয়া এবং তাহার প্রদত্ত আইনকানুনের অনুসরণ করিয়া চলা আবশ্যক নয়। তাঁহাদের বিবেচনায় সৃষ্টিকর্তাকে মানিয়া লইয়া স্ব স্ব পিতৃ- পিতামহগণের পরিগৃহীত ধর্মশাস্ত্রের বিধিবিধান প্রতিপালন করিলে অথবা যেগুলি সর্বসম্মত সত্য ও সৎকার্য সেইগুলির অনুসরণ করিয়া চলিলেই যেকোন ধর্মীয় সমাজ অথবা মানুষকে সঠিকপথের পথিকরূপে স্বীকার করিয়া লইতে হইবে।
উল্লিখিত অভিমতটি একাধারে যুক্তির দিক দিয়া যেরূপ অচল, কুরআনী শিক্ষার দিক দিয়াও তদ্রূপ উহা সম্পূর্ণ অসত্য। সামা বিদ্যাবুদ্ধিসম্পন্ন সরল হৃদয় ব্যক্তিদিগকে বিভ্রান্তির এই মোহজালে জড়িত হইতে দেখিয়া আমরা উল্লিখিত অভিনব সংস্কারবাদীগণের দলীল প্রমাণগুলি সংক্ষেপে পরীক্ষা করিয়া দেখিতে প্রবৃত্ত হইতেছি।
নবুওতে মুহাম্মদী pdf download করতে নিচে ডাউনলোড বাটন ক্লিক করুন।