অযু গোসল ও সালাত আদায়ের পদ্ধতি pdf download, ড. ইঞ্জিঃ মোশাররফ |
জনাব/জনাবা,
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যে বইটি পাঠ করছেন তা যদি দীনের স্বার্থে প্রচারে আগ্রহী হন তাহলে,
আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন। ধন্যবাদ
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন ঃ যদি তোমরা অপবিত্র থাক তাহলে বিশেষভাবে পবিত্র হবে... । [সূরা ৫, আল মায়িদা-৬]
আল্লাহ তা'আলা আরও বলেন : তোমার পরিবারবর্গকে সালাতের আদেশ দাও...। [সূরা ২০, তাহা-১৩২]
মুহাম্মাদ (সাঃ) বলেছেন : জিবরাঈল (আঃ) দুই দিন পাঁচ ওয়াক্তের সালাতে আমার ইমামতি করে আমাকে সালাত আদায়ের সময় ও নিয়ম-কানূন শিক্ষা দিয়েছেন। [মুসলিম/১২৫৪, আবূ দাউদ/৩৯৩]
রাসূল (সাঃ)বলেছেন : তোমরা সালাত আদায় কর, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ । [বুখারী/৬০১] (সহীহ হাদীসের অনুসারে সালাত আদায় করলেই কেবল রাসূল (সাঃ) এর মত সালাত আদায় করা হবে)
উযূ করার পদ্ধতি
আল্লাহ আর রাহমানুর রাহীম বলেন : হে মু'মিনগণ! যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমন্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসাহ করবে এবং পা টাখনু পর্যন্ত ধৌত করবে...। [সূরা ৫, আল মায়িদা-৬]
নাবী (সাঃ) বলেছেন : উযূ ছাড়া সালাত কবূল হয়না।
[মুসলিম/৪২৮] (তাই সহীহ হাদীসে বর্ণিত পদ্ধতিতে উযূ করতে হবে) সালাতের চাবি হল উযূ । [তিরমিযী/৩]
অযু গোসল ও সালাত আদায়ের পদ্ধতি pdf download করতে নিচে ডাউনলোড বাটন ক্লিক করুন।