নির্বাসন pdf ডাউনলোড


নির্বাসন pdf সাদাত হোসাইন, নির্বাসন pdf ডাউনলোড, নির্বাসন pdf download, সাদাত হোসাইন বই Pdf download, nirbason by sadat hossain pdf, আমার নানি কথায় কথায় শ্লোক আওড়াতেনdownload,
নির্বাসন pdf download, সাদাত হোসাইন বই Pdf download, nirbason by sadat hossain pdf

বই: নির্বাসন 
লেখা: সাদাত হোসাইন
পিডিএফ সাইজ: ৩১ এমবি
ফরম্যাট: pdf

আমার নানি কথায় কথায় শ্লোক আওড়াতেন । সেই সব শ্লোকের বেশির ভাগই ছিল আমাদের কাছে দুর্বোধ্য। আমার সমবয়সী অন্য ভাই-বোনরা যখন তা এড়িয়ে যেত, আমি তখন অনেকটাই নাছোড়বান্দা, নানি, ওই যে বললেন, 'আহ্লাদের বউ তুমি, কাইন্দো না, কাইন্দো না, চাউল চাবাইয়া খাইমু আমি, রাইন্ধোনা, রাইজোনা' এইটার অর্থ কী?

নানি হেসে আমাকে পাশে বসাতেন। তাঁর গালের ভেতর পান গুঁজে দিতে দিতে ব্যাখ্যা করতেন। সেই ব্যাখ্যা করতে গিয়ে বিশাল বিশাল গল্প ফেঁদে বসতেন তিনি। সেই সব গল্পের বেশির ভাগই আমার শৈশব-কৈশোরের কল্পনার জগৎকে রাঙিয়ে তুলত। ভাবনার জগৎকে আলোড়িত করত। গল্প শোনার এই তীব্র আগ্রহ আমি পুষে গেছি অহর্নিশ।


আমার চারপাশের জগৎ ও জীবনও যেন আমার সেই দুর্নিবার আগ্রহে সাড়া দিয়ে গেছে, আমার তেষ্টা মিটিয়ে গেছে। আমি চেতনে- অবচেতনে গল্প শুনে গেছি অবিরাম। সেই গল্প যে আমার ভেতরে গল্প বলবার একটা তীব্র তাড়নাও তৈরি করেছে, তা বুঝতে সময় লেগেছে বিস্তর। মজার ব্যাপার হচ্ছে, লিখতে শুরু করবার পর ক্রমশই আবিষ্কার করতে লাগলাম, আমার লেখার রসদ হিসেবে সেই গল্পগুলোই যেন কোথাও না কোথাও হয়ে উঠছে সরব কিংবা নীরব প্রণোদনা।

'নির্বাসন' তেমনই এক গল্প। যেই গল্পের প্রণোদনা শৈশবে লোকমুখে শোনা কোনো গল্পই। যেখানে জীবন এক অদ্ভুত খেয়ালি ঘুড়ির নাম। সে কখনো উড়ে যেতে যেতে সুতোর টানে থমকে দাঁড়ায়, ফিরে আসে নাটাইয়ের কাছে। আবার কখনো কখনো সুতো ছিঁড়ে উড়ে যায় অসীম আকাশে। সেই আকাশ কখনো মেঘ থমথমে বৃষ্টির, কখনো আলো ঝলমলে রোদ্দুরের। জীবনও। 'নির্বাসন' তাই জীবনের অন্য নাম।

নির্বাসন pdf সাদাত হোসাইন download করতে নিচে ডাউনলোড বাটন ক্লিক করুন।


Post a Comment

স্প্যাম কমেন্ট করা থেকে বিরত থাকুন! ধন্যবাদ, পিডিএফ বই ডাউনলোড সমস্যা হচ্ছে? এখানে দেখুন>যেভাবে PDF ডাউনলোড করবেন?

Previous Next

نموذج الاتصال