নবুওতে মুহাম্মাদী pdf download, আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহিল কাফি বই pdf |
নাম: নবুয়াতি মুহাম্মাদীলেখা: আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহিল কাফিপিডিএফ সাইজ ৩১ এমবিফরম্যাট: pdf {alertSuccess}
যাহাদের নিকট রসূলুল্লাহর (সাঃ) অবস্থা বিদিত রহিয়াছে এবং হযরত মুসা ও ঈসা আলারতিমাস্ সালাম প্রকৃতির উক্তি যে ভাবে বর্ণিত হইয়াছে তদপেক্ষা অধিকতর পৌনঃপুনিকভাবে বর্ণিত উক্তি সমূহ এবং রসূলুল্লাহ (সাঃ) কর্তৃক পৌনঃপুনিকভাবে বর্ণিত কুরআান এবং পৌনঃপুনিকভাবে বর্ণিত তাহার সুন্নত এবং তাহার পর তদীয় হেদায়ত প্রাপ্ত খলীফাগণের সুন্নত সম্বন্ধে যাঁহারা অভিজ্ঞতা রাখেন, তাহারা নিশ্চিতরূপে অবগত আছেন যে, রসূলুল্লাহ (সাঃ) স্বয়ং বলিয়াছেন তিনি যেমন নিরক্ষরগণের জন্য প্রেরিত হইয়াছিলেন তদ্রূপ ইয়াহুদী ও খৃষ্টান গ্রন্থধারী ( আহলে-কিতাব )-গণের জন্যও রসূলরূপে আগমন করিয়াছিলেন, বরং তিনি সমগ্র মানব সন্তানের জন্য আরব, আজম, ইউরোপ, পারস্ক, তুরস্ক , হিন্দ, বর্ণর (নিউবিয়া), আধি- সিনিয়া প্রভৃতি স্থানের সকল জাতির জন্ম রসূলরূপে প্রেরিত হইয়া- ছিলেন।
এ কথা প্রকাশ্য ও পৌনঃপুনিকভাবে রসূলুল্লাহর (সাঃ) উক্তি দ্বারা প্রমাণিত হইয়াছে এবং উল্লিখিত উক্তি সম্পর্কে তাহার সহচরবৃন্দ একমত হইয়াছেন অথচ তাহাদের সংখ্যা প্রচুর ছিল এবং তাহাদের অবস্থা বিভিন্নরূপী এবং তাহারা বিভিন্নদেশে ছড়াইয়া পড়িয়াছিলেন, দশ লক্ষের অধিক লোক রসূলুল্লাহর (সাঃ) সহচর ছিলেন এবং প্রকৃত প্রস্তাবে তাহাদের সঠিক সংখ্যা আল্লাহ ব্যতীত কেহই অবগত নহেন। পুনশ্চ উল্লিখিত উক্তি তাহাদের নিকট হইতে তদীয় শিষ্যমণ্ডলী ভাবেরীগণ বর্ণনা করিয়াছেন, তাহাদের সংখ্যা আবার সাহাবাগণ
অপেক্ষাও বহুগুণ অধিক। অতঃপর যুগের পর যুগ ধরিয়া মুসলমান- গণের বিপুল সংখ্যাধিক্য ও পৃথিবীর পূর্ব ও পশ্চিম সীমান্ত পর্যন্ত তাহাদের বিহু,তি সত্ত্বেও উল্লিখিত উক্তি আমাদের সময় পর্যন্ত (৭০০ হিজরী) বর্ণিত হইয়া আসিতেছে। ইয়াহুদী ও নাসারা এবং অন্যান্য যেসকল ব্যক্তি রসূলুল্লাহর (সাঃ) নবুওতের বিশ্বজনীনতাকে বিশ্বাস করেনা, তাহাদের সম্বন্ধে আল্লাহর স্পষ্ট নির্দেশ এই যে, তাহারা কাফির এবং তাহারা দোযখবাসী এবং দোযখ অতিশয় বাসস্থান, [আল জওয়াবুস্ সহীহ : (১) ৪৯ পৃ:]
নবুওতে মুহাম্মাদী pdf Download করতে নিচে ডাউনলোড বাটন ক্লিক করুন।